বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

৭ অক্টোবর শহিদ আবরার ফাহাদের” শাহাদাতবার্ষিকী এবং জাতীয় নিপীড়নবিরোধী দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম রমজান আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধিঃ আজ ৭ অক্টোবর ‘২৫ ” শহীদ আবরার ফাহাদের ” ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী এবং ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ উপলক্ষে বান্দরবান গোরস্থান জামে মসজিদে, বিকাল ৫ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বান্দরবানের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলী মিঞা স্মৃতি সংসদ বান্দরবান।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মাহীর ইরতিসামের সভাপতিত্বে অতিথি উপস্থিত ছিলেন গোরস্থান মসজিদের সম্মানিত ইমাম মাওলানা শোয়াইবুল ইসলাম, ক্রিয়েটিভ ইমপ্রুভমেন্ট অর্গনাইজেনশনের সভাপতি জুবায়ের হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা দপ্তর সম্পাদক মিছবাহ উদ্দিন, দ্যা রেড জুলাই বান্দরবানের সংগঠক রাশেদুল ইসলাম সহ প্রমুখ।

বক্তারা বলেন, আবরার ফাহাদ ছিলেন দেশপ্রেমিক এবং মুক্ত চিন্তার একজন সাহসী কণ্ঠ। ফ্যাসিবাদী
শাসনের বিরুদ্ধে এবং নিরাপদ গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে তার সংগ্রামকে স্মরণ করি। আবরার হত্যার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং বাস্তবায়ন করার আহবান জানাচ্ছি।

অনুষ্ঠানের শেষে শহীদ আবরার ফাহাদ সহ আগ্রাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ