মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরের পুলিশ ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে সোহাগ ডাক্তার সহ ৩ জন মাদক কারবারি এবং বিভিন্ন মামলার আরো ৩ জনকে গ্রেফতার হয়েছেন । অভিযানটি পরিচালনা করা হয় বৃহস্পতিবার (২৮ শে আগস্ট) দিবাগত রাত আড়াই ঘটিকায়।
জানা যায়, পৌরসভাধীন গোদারিয়া এলাকার আব্দুল ছালাম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ২৫ পিছ ইয়াবা সহ হাতেনাতে ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পয়ারী ২য় খন্ড গ্রামের মোঃ আব্দুল খালেক ও ফিরোজা বেগমের ছেলে নুরে আলম ফরহাদ (৩২), রইছ উদ্দিন ও তহুরা বেগমের ছেলে মোঃ মানিক মিয়া (৩২), অপর জন মোঃ তুহিন রহমান সোহাগ ওরফে সোহাগ ডাক্তার, আমুয়াকান্দা এলাকার পশু চিকিৎসক মিয়াজ উদ্দিন ও আছমা খাতুনের ছেলে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি বলেন, সোহাগ ডাক্তার সহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়। এছাড়াও আরো তিনজন গ্রেফতারী পরোয়ানা ০১ জন, পুলিশ আইনের ৩৪ ধারায়-০১ জন, চুরি মামলায় ০১ জন সর্ব মোট ০৬ জন আসামীকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।