বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

ফুলপুরে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সম্মেলন

কামরুল ইসলাম খান
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান :
ময়মনসিংহের ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিদ্যালয় অডিটোরিয়ামে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদ, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, ফুলপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেন, সালেহ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান ফারুক বলেন, এতবড় অফিসার হলেও আমাকেও কিন্তু মরতে হবে। মানুষ হিসেবে আমারও বিচার হবে। আপনার সন্তান যদি সুসন্তান হয় আমি মনে করি এটাই বড় সাফল্য। অনেক বড় অফিসার হলেই মা-বাবা কিন্তু সাকসেস হয় না বরং সন্তান যদি সুসন্তান হয় সেটাই মা-বাবার বড় সফলতা। এজন্য আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ হওয়াটাই অনেক বড় জিনিস। এজন্য রেগুলারিটি মেইনটেইন করতে হবে। সকাল সন্ধ্যা রেগুলারিটি মেইনটেইন করলে সফলতা আসবেই। যখন একজন সন্তান স্কুলে যায় ৬ বছর বা ৫ বছর বয়সে, যখন বিসিএস ক্যাডার হয় কত লম্বা সময় তাকে পড়তে হয়। সেই ওয়ান থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত প্রায় ১৫_১৬ বছর লাগে। যখন বিসিএস দেয় তখন কত কষ্ট, তাই না? আমাদের সময় সাড়ে ৪ লাখ বিসিএস দিয়েছিল। সেখান থেকে মাত্র ১৫ হাজার টিকছিল। ৩টা ভাগে পরীক্ষা হয়েছিল। সাড়ে ৪ লাখ থেকে প্রথমেই ৪ লাখ ৩০-৩৫ হাজার বাদ। তাই বলে ওরা কি ভালো স্টুডেন্ট না? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বুয়েট থেকে, পাবলিক ভার্সিটি থেকে পাস করা প্রত্যেকটা স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট। ওই ১৫ হাজার থেকে ৩ হাজার বা ৪-৫ হাজার টিকে। সর্বশেষ বাছাইয়ে ২ হাজার রাখে। এর মধ্যেও আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কেউ পুলিশ ক্যাডার, কেউ প্রশাসন ক্যাডার, কেউ শিক্ষা ক্যাডার বিভিন্ন ভাগ রয়েছে। তাহলে চিন্তা করুন, এ পর্যন্ত আসতে একজন স্টুডেন্টকে কতটা পরিশ্রম করতে হয়! এজন্য মন ভেঙে দিলে চলবে না। রেগুলারিটি মেইনটেইন করে এগিয়ে যেতে হবে। রেগুলারিটি মেইনটেইন করলে সফলতা আসবেই। সবচেয়ে বড় কথা হলো, আপনার সন্তান সৎ আছে কি না, নিয়মের উপর আছে কি না এসব বিষয়ে খেয়াল রাখবেন। সবাইকে বিসিএস ক্যাডার হতে হবে তা নয় বরং সবাইকে সৎ ও মানবিক হতে হবে। আদর্শ হতে হবে। রেগুলারিটি মেইনটেইন করে চলতে হবে। এসময় ১০ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ