নুরুল রশারঃ কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার উখিয়া উপজেলায় অদ্য ৫/৬/২০২৪ ইং তারিখে পালংখালি ইউনিয়ন পরিষদের হলরুমে এক আনন্দঘন পরিবেশে জিপপ প্রকল্প সমাপ্তি ও ধন্যবাদ অনুষ্টানে অনুষ্টিত হয়।
অত্র অনুষ্টানে উপস্থিত থাকেন সহ প্যানেল চেয়ারম্যান মুফিদুল আলম সিকদার ও মহিলা ইউপি সদস্য নুর বানু,মহিলা ইউপি সদস্য খুরশিদা বেগম, মহিলা ইউপি সদস্য জাহেদা মেম্বর,পালংখালী ইউনিয়ন পরিষদের সচিব মিলাথোওয়াইন,৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আলতাজ আহমেদ মেম্বার,৬ নং ওয়ার্ড ইউপি সদস্য কামাল উদ্দিন ও বাজার কমিটি,সিএলএম, সিডব্লউ এম জি মেম্বর,ধর্মিও নেতা, বায়ার,আই এমএসপি,শিশু ফোরাম, ভেকসিনেটর,সিবিও লিডার সহ অন্যান্য পিজি লিডার উপস্থিত ছিলেন।
এছাড়া ও প্রকল্পেরর পক্ষ থেকে উপস্থিত ছিল ওয়াল্ড ভিষনের শাহনাজ পারভীন ও বিজিএস এর প্রজেক্টে ইন চার্জ আজমল আল নুর,ইউপিজি প্রজেক্টে অফিসার পারভীন সুলতানা।
প্রধান অতিথী প্যানেল চেয়ারম্যান মফিদুল আলম সিকদার বলেন জিপপ প্রকল্পের ফলে পালংখালী ইউনিয়নের ২৪০ টি হতদরিদ্র পরিবারে যে উন্নয়ন সাধিত হয়েছে তার জন্য পরিষদেরর পক্ষ থেকে অষ্টোলিয়ান সরকার, ওয়াল্ড ভিষন ও বিজিএস কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পাশাপাশি জিপপ প্রকল্পের উন্নয়ন ধারাকে অব্যহত রাখতে পরিষদেরর পক্ষথেকে সার্বিক সহযোগীতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।