বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ কৃতি সন্তান চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো অংশ নেন।

সেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিটের প্রধান উপদেষ্টা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসার,ডাঃ এস এম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাসুদ পারভেজ , বিশেষজ্ঞ ডাঃ মোঃ ময়েজ, ডাঃ মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, ডাঃ মোঃ ইসমাইল হোসেন, ডাঃ মাহফুজুর রায়হান ডাঃ মুশফিকুর রহমান সহ জেলার বিভিন্ন স্তরের চিকিৎসকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. কাজেম আলী হত্যার ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করা হয়নি। নগরীতে পুলিশ বাহিনীর স্থাপিত ৫ শতাধিক সিসি ক্যামেরা থাকলেও ওই হত্যাকাণ্ডে জড়িত মাইক্রোবাসটি পর্যন্ত জব্দ করতে পারেনি পুলিশ।

বক্তারা লোমহর্ষক এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত দাবি করে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। ডা. কাজেম আলীর পরিবার বলছে, হত্যাকান্ডের পর এখন পর্যন্ত তাদের পরিবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আশায় প্রহর গুনছেন।প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে রাজশাহীর কলাবাগান এলাকায় দুষ্কৃতকারীরা নৃসংশভাবে হত্যা করে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলীকে। মামলার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকেই চিহ্নিত করতে পারেনি পুলিশ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ