সুন্দরগঞ্জে ৫ কেজি গাঁজাসহ আটক ২
কামরুল হাসানঃ স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফুল ইসলাম (৩০) এবং মো. শাহিন আলম (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সুন্দরগঞ্জ পুলিশ।
মঙ্গলবার (২০ আগস্ট) সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলমের দিক নির্দেশনায় উপজেলার হরিপুরের কাশেম বাজার খেয়া ঘাট এবং তারাপুরের চর খোদ্দা গ্রামে পৃথকভাবে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
সুন্দরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাদকদ্রব্য গাঁজার বড় দুটি চালান মাদক কারবারিরা বেচাকেনা করবে। সঙ্গীয় ফোর্স নিয়ে সুন্দরগঞ্জ থানার চৌকস দুটি টিম পৃথক দুই এলাকায় অভিযান পরিচালনা করে প্রথমে হরিপুর ইউনিয়নের লখিয়ারপাড়ার কাশেম বাজার খেয়া ঘাট থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বেলদহ গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে মো. আরিফুল ইসলামকে ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
অন্যদিকে উপজেলার ০৩ নং তারাপুর ইউনিয়নের চর খোদ্দা গ্রামে গাঁজা ক্রয় বিক্রয়ের সময় কুড়িগ্রামের ফুলবাড়ী থানার কিশামত শিমুলবাড়ী এলাকার ফরজ আলীর ছেলে মো. শাহিন আলমকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এসময় শাহিন আলমের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে সিট কভারের ভিতরে গাঁজা পাওয়া গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম (পিপিএম) জানান, ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে পৃথক দুই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানান তিনি।