শায়েস্তাগঞ্জ মডেল থানার পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিলেন ট্রাফিকে থাকা শিক্ষার্থীরা
শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ মডেল থানাতে কর্মস্থলে ফেরায় পুলিশকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে শায়েস্তাগঞ্জে ট্রাফিকের দায়িত্ব থাকা শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর একটার দিকে, শায়েস্তাগঞ্জের ট্রাফিকের দায়িত্ব থাকা, সকল ইউনিটের স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে তাদের বরণ করা হয়।
জানা গেছে। সকল ইউনিটের সমন্বয়কারী আল আমিন সাঈফীর নেতৃত্বে এই পুলিশদের বরণ করার কাজ সম্পূর্ণ করা হয়েছে।
শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত, তারা শায়েস্তাগঞ্জের বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন।
আগামীকাল থেকে কর্মস্থলে ফিরবে পুলিশ। তাই সকল শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব থেকে অবসর নিয়েছে।
এ কাজে সবাই যদি এগিয়ে আসেন তবে পরিবেশ সুন্দর রাখা যায় সহজেই। আমরা শুরু করেছি, আশা করি সবার বোধোদয় হবে।
তারা আরও জানান, পুলিশ ভাইয়েরা আইনশৃঙ্খলা রক্ষার্থে নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। আমরা তাদের সাধুবাদ জানাই। ফুল দিয়ে তাদের বরণ করে নিলাম। ছাত্রজনতা পুলিশের পাশে আছে এবং থাকবে যাতে তাদের কাজ করা সহজতর হয়।
এ কার্যক্রমের যে সকল প্রতিষ্ঠান ভলম্বিয়ার এর দায়িত্ব পালন করেছে। উন্নয়ন সমাজসেবা শায়েস্তাগঞ্জ। ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ। মিরপুর সরকারি কলেজের বি এন সি সি। শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের স্কাউট সহ আরো অনেক স্বেচ্ছাসেবী সংগঠন।
শায়েস্তাগঞ্জ থানারকর্মত ওসি, মোবারক সাহেব বলেছেন, আপনাদের এই কাজটি নিয়ে আমরা গর্ববোধ করি। আমাদের ওপরবর্তীকালে আপনারা হাল ধরে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। এবং তিনি আরো বলেন আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল। উপস্থিত ছিলেন ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশের প্রধান। সবাই মিলে ছাত্রদেরকে সুন্দর পরামর্শ এবং দিকনির্দেশনা দিয়েছেন।