জায়গা সংক্রান্ত বিরোধে শ্রীমঙ্গলে শিক্ষানবিশ আইনজীবী নিহত
নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। জায়গা সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষানবিশ আইনজীবী ইমাদ উদ্দিন রকিব নিহত হয়েছেন।
আজ শুক্রবার ১২ জুলাই ২০২৪ ইং, সকালে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের তেলিআবদা দিঘালীগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় নিহতের বড় ভাই হেলাল উদ্দিন গুরুত্ব আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় নিহতের পরিবার শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইমাদ উদ্দিন রকিব এর পরিবার বিরোধকৃত জমি রূপ তালুকদারের কাছ থেকে ক্রয় করেন। রূপ তালুকদার এ জায়গায় কিনেছিলেন খলিল সরদারের বাবা আব্দুল বারীর কাছ থেকে। এ জায়গার এসএ দাগ আব্দুল বারীর নামে থাকায় হামলাকারী খলিল সরদার এর পরিবার জায়গার মালিকানা বাদী করেন। পরবর্তীতে কোর্টে মামলা হলে আদালত নিহত রকিব এর পক্ষে মামলায় রায় দেন। এ জায়গা নিয়ে স্থানীয়ভাবে একাধিক শালিস বৈঠক হয়। আদালত থেকে মামলার রায় পেয়ে শুক্রবার সকালে নিহত ইমাদ উদ্দিন রকিব ও তার বড় ভাই হেলাল উদ্দিন তাদের জমিতে চাষ করতে যান। এ সময় খলিল সরদার এর লোকেরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ইমাদ উদ্দিন রকিব মারা যান। স্থানীয়রা নিশ্চিত করেন এসময় খলিল সরদার এর নেতৃত্বে হামলাতে উপস্থিত ছিলেন করিম সরদার, বাতিন সরদার, শুকুর সরদার, সুবহান সরদার ও সবর সরদার।
এ বিষয়ে জানতে খলিল সরদার এর বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। সিন্দুরখান ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন জানান।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষানবিশ আইনজীবী ইমাদ উদ্দিন রকিব এর উপর হামলা করা হলে তিনি মারা যান। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। হামলাকারীদের গ্রেফতার করার জন্য আমাদের কয়েকটি টিম বের হয়েছে।