বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

ময়মনসিংহে ট্রাফিক পুলিশের সহযোগিতার চলছে কাগজপত্র বিহীন বিভিন্ন যানবাহন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ট্রাফিক পুলিশের সহযোগিতার চলছে কাগজপত্র বিহীন বিভিন্ন যানবাহন

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ট্রাফিক পুলিশের নামে চলছে কাগজপত্র বিহীন সিএনজি অটোরিকশা, বাস,ট্রাক সহ বিভিন্ন যানবাহন। চাঁদাবাজিতে অতিষ্ঠ গাড়ির মালিক ও চালক।
ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে ব্রীজ মোড় ট্রাফিক বক্স সামনে প্রতিনিয়ত অবিরাম চাঁদাবাজির শিকার হচ্ছেন সিএনজি, অটোরিকশা, কাভার্ভ ভ্যান, মালবাহী ট্রাকের মালিক ও চালকগণ।
খোঁজ নিয়ে জানা যায় , পাঁচ শতাধিক সিএনজি, অটোরিকশা, কাভার্ভ ভ্যান, মালবাহী ট্রাকের প্রত্যেকটি থেকে ২০০ -১০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, এভাবে চাঁদা আদায়ের মাধ্যমে মাসে প্রায় অর্ধ কোটি টাকা আদায় করছেন ময়মনসিংহ ট্রাফিক বিভাগ।

সিএনজি চালক আব্দুর রহিম (৩০) এর সাথে কথা বলে জানা যায় রাস্তায় চলার জন্য প্রত্যেকদিন আমাদের সিএনজি চালকদের থেকে ২শত টাকা পর্যন্ত নিয়মিত চাঁদা আদায় করেন। এচাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়াও মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি চালক জানান ময়মনসিংহের রাস্তায় সিএনজি অটোরিকশা চলাচল করলে ট্রাফিক পুলিশ কে টাকা দিতে হবে। কাগজপত্র বিহীন গাড়ী মাসোহারা নিয়ে রাস্তায় চলাচলের সুযোগ করে দেয় ট্রাফিক বিভাগ। ফলে মাঝে মধ্যে দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে।

অপরদিকে ময়মনসিংহের ভালুকায় ট্রাফিক পুলিশের নামে প্রতিদিন হাজার, হাজার টাকা সিএনজি অটোরিকশা ও বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ